MASIGNASUKAv102
6510051498749449419

কিভাবে জানবেন ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়েছে কিনা ???

কিভাবে জানবেন ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়েছে কিনা ???
Add Comments
Tuesday, 27 March 2018

কিভাবে জানবেন ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়েছে কিনা ???

বর্তমানে আধার কার্ডের (aadhar) সঙ্গে ব্যাঙ্কেরে লিঙ্ক করা বাধ্যতামুল করা হয়েছে। কিছু দিন আগেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের (aadhar) লিঙ্ক করানোর শেষ তারিখ ঠিক করে দেওয়া হয়েছিল ৩১ শে ডিসেম্বর ২০১৭। তবে এই ঘোষণার কিছু দিন পরে লিঙ্ক করানোর সময় বাড়িয়ে ২০১৮ সালের ৩১ শে মার্চ পর্যন্ত করা হয়েছে।
ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক করার জন্য আপনার মোবাইলেও হয়তো বারবার মেসেজ আসছে।কিন্তু এতো ব্যাস্ততার মাঝে বর্তমানে মানুষের পক্ষে সারা দিনের কাজের শেষে বাঙ্কে গিয়ে আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়েছে কিনা সেটা চেক করা অস্মভব হয়ে দাঁড়াচ্ছে।তবে আপনিও হয়তো এ ব্যাপারে নিচিন্ত নন যে, আপনার ব্যাঙ্কে জমা দেওয়া আধার কার্ডের নম্বরের সঙ্গে আদও লিঙ্ক হয়েছে কিনা ? তো এই সমস্ত চিন্তা থেকে মুক্তি পেতে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি নিজেই বাড়িতে বসে দেখতে পারবেন আপনার ব্যাঙ্কের নম্বরের সাথে আপনার আধার নম্বরের লিঙ্ক হয়েছে কিনা —-
(১) আধারের অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in-এ য।
(২) এবার ‘Check Aadhaar & Bank Account Linking Status’এই অপশানে ক্লিক করুন।
(৩) এবার আপনাকে আধার কার্ডের নম্বর আর সিকিরিটি কোড টাইপ করুন।
(৪) আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।
(৫) ওটিপি দিন।
(৬) লগ ইন কর।
কিভাবে শুধুমাত্র মোবাইলের মাধ্যমে কল করে জানবেন ব্যাঙ্কের সাথে আধারের লিঙ্ক হয়েছে কিনা ???
(১) *৯৯*৯৯*১# এই নম্বরে প্রথমে ডায়াল করুন (এটি টোল ফ্রি নম্বর নয়।)
(২) এবার আপনার ১২ সংখ্যার আধার কার্ডের নম্বরটি টাইপ করুন।
(৩) আধার নম্বর দেওয়ার পরে কনফার্মেশান করা হবে, সব তথ্য ভাল করে দেখে তা কনফার্ম করুন ।
(৪) এবার কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত হয়েছে তা দেখা যাবে সহজেই ।
তবে এটা কেবলমাত্র তাদের জন্যয় কার্যকারী হবে যাদের শুধুমাত্র একটি ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক করা আছে।আপনার একই আধার কার্ড দিয়ে আনেক গুলি ব্যাঙ্কে লিঙ্ক করানো থাকলে নিচের এই টিপসটি কাজ করবে না।