MASIGNASUKAv102
6510051498749449419

কীভাবে লক করেন ফোন? বলে দিতে পারে আপনার বয়স কত | By:Cyberinfonet

কীভাবে লক করেন ফোন? বলে দিতে পারে আপনার বয়স কত | By:Cyberinfonet
Add Comments
Saturday 28 December 2019

কীভাবে লক করেন ফোন? বলে দিতে পারে আপনার বয়স কত



আপনি কি প্যাটার্ন দিয়ে ফোন লক করেন নাকি পিন দিয়ে? কতক্ষণ অন্তর ফোন চেক করেন? এই সব অভ্যাসই বলে দিতে পারে আপনার বয়স৷ জানাচ্ছেন কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার গবেষকরা৷
তারা জানাচ্ছেন, অল্পবয়সীরা প্যাটার্ন লক বেশি ব্যবহার করলেও বয়স্ক ইউজাররা পিন লক করতেই বেশি স্বচ্ছন্দ৷ এমনকী, প্রতি ১০ বছর বয়সের ফারাকে ফোন চেক করার প্রবণতা ২৫ শতাংশ পর্যন্ত কমে যায়৷ যেমন ২৫ বছর বয়সীরা যেখানে সারাদিনে গড়ে ২০ বার ফোন চেক করেন, সেখানে ৩৫ বছর বয়সীরা সারাদিনে গড়ে ১৫ বার ফোন চেক করেন৷
এই পরীক্ষার জন্য গবেষকরা ১৯ থেকে ৬৩ বছর বয়সী ১৩৪ জন অংশগ্রহণকারীকে বেছে নেন৷ একটি অ্যাপের মাধ্যমে ২ মাস ধরে তাদের ফোন চেক করার গতিবিধি নিয়ে সমীক্ষা চালান গবেষকরা৷ কতক্ষণ তারা ফোন চেক করছেন, কীভাবে ফোন লক করছেন তার ওপর নজর রাখেন গবেষকরা৷ সমীক্ষায় দেখা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অটো লকের ওপর ভরসা করতে শুরু করেন ইউজাররা৷ এক্ষেত্রে আবার দেখা যায়, মহিলাদের তুলনায় পুরুষরা অটো লকের ওপর বেশি ভরসা রেখে থাকেন৷
তবে মহিলাদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেখানে ফোন ব্যবহারের প্রবণতা কমে, পুরুষদের ক্ষেত্রে তা বেড়ে যায়৷ যেমন, ২০ বছর বয়সী একজন পুরুষের তুলনায় একজন মহিলা অনেক বেশি ফোন চেক করেন৷ অন্যদিকে, ৫০ বছর বয়সী একজন মহিলার তুলনায় একজন পুরুষ অনেক বেশি সময় ফোন চেক করেন৷