MASIGNASUKAv102
6510051498749449419

WhatsAapp-এও এসে গেল কল ওয়েটিং, যা জানা জরুরি By:Cyberinfonet

WhatsAapp-এও এসে গেল কল ওয়েটিং, যা জানা জরুরি By:Cyberinfonet
Add Comments
Thursday 26 December 2019

   

       WhatsAapp-এও এসে গেল কল ওয়েটিং, যা জানা জরুরি




এতদিন পর্যন্ত iPhone ইউজাররাই WhatsAapp-এ কল ওয়েটিং অপশনটি পেতেন। এবার থেকে android ইউজাররাও WhatsAapp-এ কল ওয়েটিং অপশনটি ব্যবহার করতে পারবেন।





নতুন এক অভাবনীয় ফিচার নিয়ে এল WhatsAapp। এবং অবশ্যই তা এবার android ইউজারদের জন্য। কারণ এতদিন পর্যন্ত iPhone ইউজাররাই WhatsAapp-এ কল ওয়েটিং অপশনটি পেতেন। এবার থেকে android ইউজাররাও WhatsAapp-এ কল ওয়েটিং অপশনটি ব্যবহার করতে পারবেন। 

ধরা যাক, WhatsAapp কলে কেউ কথা বলছেন। সেই সময়েই ইউজারের আর একটি ফোন এসেছে WhatsAapp-এ। এতদিন ব্যবহারকারী সেই কল এলে দেখতে পেতেন না। নতুন এই ফিচারের সাহায্যে ইউজারেরা WhatsAapp কলে কথা বলা কালীনই অন্য কল এলে দেখতে পাবেন। 

WhatsApp version 2.19.352 এটির মাধ্যমেই আপাতত এই ফিচার Google Play Store থেকে ডাউনলোড করে পাওয়া যাবে। যদি কিছুদিন আগেই আপনার WhatsApp আপডেট করে থাকেন, তাহলে এখনই এই নয়া ফিচার সম্পর্কে সবকিছুই দেখতে পাবেন। আর যদি বিগত কিছু দিনে আপডেট না করা থাকে, তাহলে এখনই আপডেট করুন। 

নয়া এই ফিচারের নাম Call Waiting। সচরাচর সেলুলার ফোনে যে ধরনের কল ওয়েটিং হয় তার থেকে এটি একটু হলেও আলাদা। তবে সাধারণ ফোন কলে যেমনি আপনি একটি কল হোল্ডে পাঠিয়ে দিয়ে অন্য কল অনায়াসে ধরতে পারেন। এক্ষেত্রে কিন্তু তা হবে না। WhatsApp Call Waiting-এ আপনি একবারে কেবল একটি কলই ধরতে পারবেন। ওয়েটিংয়ে কেউ থাকলে তা কেবলই দেখতে পাবেন।